Upwork Tips & Tricks


আমি আজ এখানে অনলাইনে কাজ শুরু করবেন কিভাবে এ  নিয়ে কিছু কথা বলতে এসেছি।

বাংলাদেশে অনেক তরুণ-তরুণী , ছাত্র-ছাত্রী, গৃহিনী যারা তাদের নির্দিষ্ট কাজ শেষেও বেশি সময় পায়।  আর এই সময়টা তারা এমন কিছু করেকরতে চায় যা তারা বাসায় বসে করতে পারে, কোনো বাঁধাধরা সময় নেই কাজ করার। তাহলে কি এমন কাজ হতে পারে যা থেকে তারা বাসায় বসে কাজ করবে আবার কোনো বাধাধরা নেই।  আর এমন কাজের সুখবর নিয়ে আজকের আলোচনা।

প্রথমে আমি কিছু ক্যাটাগরি করতে চাই:

১) যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাসা থেকে টাকা নিতে চায় না।  কিন্তু এমন কিছু করতে চায় না, যাতে পড়াশুনার কোনো ক্ষতি না হয়।  

২) যারা পড়াশোনা শেষ করেছে, কিন্তু এমন কিছু নিয়ে প্রিপারেশন নিচ্ছে যাতে অন্য কোনো পেশার সাথে জড়ানো ঠিক হবে না।  

৩) এমন যারা একসময় জব করেছেন, কিন্তু এখন করছেন না।  বিশেষ করে গৃহিনীশ্রেণী, তারা জব করেছে, কিন্তু বেবি হবার কারণে না সাংসারিক অন্য কোনো কারণে জব চালিয়ে যেতে পারছেন না।  

এখন এসব ক্যাটাগরির লোকজন কিভাবে কাজ শুরু করবেন?


ফোকাসিং- 

আপনি কোন কাজে স্বাচ্ছন্দবোধ করবেন। কোন কাজ আপনার জন্য সহজ হবে এমন কাজ সিলেক্ট করা।  যেমন ধরুন আপনার কোনো স্কিল নেই অনলাইনে কাজ করার, সে ক্ষেত্রে আপনি খুবই সহজ টাইপের কাজগুলো বেঁচে নিবেন। যেমন : ডাটা এন্ট্রি, রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই কাজ গুলো করতে আপনাকে অনেক বেশি পারদর্শি হতে হবে না। এগুলো যে কেউ করতে পারে।

এখন আসা যাক কাজ শুরু করবেন কিভাবে? কোন প্লাটফর্মে কাজ করবেন? কিভাবে কাজ পাবেন ? কিভাবে ক্লায়েন্ট ডিল করবেন? কিভাবে কাজ জমা দিবেন? কিভাবে আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা আসবে ? কিভাবে টাকা তুলবেন?

আমি এখানে বেশ কিছু প্লাটফর্মের নাম বলে দিচ্ছি :

১. upwork.com
২. fiverr.com
৩. peoplesperhour.com
৪. freelancer.com
৫. guru.com

এমন অনেক সাইট আছে যেখানে আপনি কাজ এর জন্য এপ্লাই করতে পারবেন। এগুলো প্লাটফর্ম /সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে. খুব জটিল কিছু না , আপনার পার্সোনাল ইনফো দিয়ে রেজিস্ট্রেশন করবেন।

এখন আসা যাক কাজ পাবেন কিভাবে? কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে।  কারণ, আপনাকে একটা প্রশ্ন করতে হবে নিজেকে ,  ক্লাইন্ট কেন আপনাকে কাজ দিবে ? আপনি হয়ত ভাবতে পারেন আমি কাজ জানি , কাজ খুব ভালোভাবে করবো, কম রেটে কাজ করবো, এসব। তাহলে এমন সেমভাবে আর একজন যে উগান্ডা বা পাপুয়া নিউগিনি বা আফ্রিকাতে বসে চিন্তা করতে পারে। পারে না ? তাহলে আপনাকে কেন কাজ দিবে ? এর উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে ক্লাইন্টের জব বিবরণী থেকে। কিভাবে ?
উদাহরণ দিয়ে বলছি:


এখানে একটি জব পোস্ট করেছে ক্লায়েন্ট, যেখানে ক্লাইন্ট এমন একজন কে খুঁজছে যে কিনা একটি এক্সেল সিট ক্লিন করে দিবে এবং নূতন ইমেইল লিস্ট ক্রিয়েট করবে।  খুবই সহজ কাজ।
এখন আপনাকে এই জব এর প্রত্যেকটা সুক্ষ বিষয় লক্ষ্য করতে হবে। 



আপনি যদি নতুন ট্যাব খুলেন তবে জবটা এমন দেখাবে, যেখানে আপনি ক্লাইন্টের সকল ইনফো পাবেন। এই ইনফো দেখে আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে ক্লাইন্টকে সেটিস্ফাই করবেন।

এখন আসি , কিভাবে ক্লাইন্ট ডিল করবেন? একবার ক্লাইন্ট আপনাকে সিলেক্ট করে ইন্টারভিউয়ের জন্য মেসেজ দিলে আপনি তাকে অবশ্যই সিওর করবেন যে আমি সেই লোক জেক আপনি খুঁজছেন। আমি আপনার কাজ ১০০% ভুল ছাড়া কমপ্লিট করব। এভাবে আপনি আপনার প্রথম ক্লাইন্ট পেতে পারেন।  আর এরপর হয়ত আপনাকে ক্লায়েন্ট নিয়ে চিন্তা করতে হবে না। 

এই প্লাটফর্মগুলিতে এখন খুব সহজ পদ্ধতিতে আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন, যেখানে সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্ট এ টাকা জমা হবে। 

আশা করি , উপরোক্ত লিখাটি আপনার উপকারে আসবে।

আরও লিখা আসবে সামনের সপ্তাহে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

contact info:

https://www.facebook.com/DistubingTom

https://earneasycommissions.com/?userid=shishir204

https://www.linkedin.com/in/arafatshishir/

https://www.youtube.com/channel/UCJWKpCwzYg90haxX1Jha7rw?view_as=subscriber




Comments

Master Shifu said…
#FiverrTips #Mastershifu #onlineincome #PassiveIncome

Please visit the below link for open a new Fiverr account.

https://shishir204.blogspot.com/2019/02/blog-post.html

http://www.fiverr.com/s2/7cafdca7b7

Youtube tutorial : https://www.youtube.com/watch?v=1LMq9M6aExM&t=1s

Popular posts from this blog

How to Be a Freelancer: 105 Tips to Achieve Success

How To Earn Money On Fiverr – The Step By Step Process

কিভাবে আপনি আয় করবেন ৫০০ ডলার প্রতি মাসে?